B.K.D News digital

6/recent/ticker-posts

'শিক্ষকদের চাকরি হারানোর দায় রাজ্যসরকারের' অভিযোগ তুলে বড়জোড়ায় পথে নামল বিজেপি


বড়জোড়া,বাঁকুড়া:বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাজ্যে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। রাজ্যজুড়ে জেলায় জেলায় হা হুতাশ চাকরি বাতিল হাওয়া শিক্ষকদের। এর জন্য রাজ্য সরকারকে দায়ী করে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি। সেই মতো শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ায় বিজেপির তরফে  কর্মী সমর্থকদের নিয়ে  একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাএর উদ্দেশ্যে চোর স্লোগান তুলে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক উপর বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে।  


শুক্রবারের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি সুজিত আগস্তি্, বড়জোড়া মন্ডল ১ বিজেপি সভাপতি রামদাস চন্দ্রধৈর্য,সোমনাথ কর , গোবিন্দ ঘোষ সহ  একাধিক বিজেপি নেতৃত্ব। 

বড়জোড়া মন্ডল ১ বিজেপি সভাপতি রামদাস চন্দ্রধৈর্য বলেন, আজ প্রায় ছাব্বিশ শিক্ষক চাকরি হারিয়েছে। এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। তিনি এসএসসি (SSC) তে যোগ্য ও অযোগ্য তেল ও জলের মতো মিশিয়ে দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ